ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তামিম খান (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রোববার সকালে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তামিম সদর উপজেলার শশাবাড়িয়া গ্রামের মো. রমজান আলী খানের ছেলে ও পাইককান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
গোপালগঞ্জ সদর থানার এসআই সিরাজুল ইসলাম জানান, শনিবার বিকেলে সদর উপজেলার শশাবাড়িয়া গ্রামের উত্তরপাড়া মাঠে ক্রিকেট খেলছিল তামিম ও তার বন্ধুরা। খেলার সময় তামিমের বন্ধু আশিকের কারণে রান আউট হয়ে যায় মিথুন। এতে রাগ করে মিথুন গালমন্দ করলে আশিক মারধর করে।
এ সময় তামিম বাধা দিতে আসলে আশিক ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ব্যাট দিয়ে পিটিয়ে তামিমকে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন তামিমকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায় সে।
তিনি আরো জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।