ঝিনাইদহের এমপির বিদ্রোহী প্রীতিতে ক্ষুদ্ধ নেতাকর্মীরা !

Jhenidah-mo-Pic
ষ্টাফ রিপোর্টার ঝিনাইদহ : দ্বিতীয় ধাপের নির্বাচনে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কাছে টানলেন,ফুলের মালা পরলেন ও তাদের মিষ্টি মুখ করালেন ঝিনাইদহ-৩ আসনের এমপি নবী নেওয়াজ। ঘটনাটি ফাঁস হওয়ার পর এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যদিকে বিদ্রোহী জয়ী প্রার্থীদের ক্যাডার সমর্থকেরা দলীয় প্রার্থীদের সর্মথকদের উপর হামলা ও চাঁদাবাজি অব্যাহত রেখেছে। নৌকার সমর্থকেরা এখন কি করবেন ভেবে পারছেন না। বিষয়টি দলীয় হওয়ার কারনে প্রশাসনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে পারছে না। ঘটনাটি ভুক্তভোগী কর্মীরা দলীয় হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, দ্বিতীয় ধাপের নির্বাচনে মহেশপুর উপজেলায় আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। অভিযোগ উঠে দলীয় এমপি ও উপজেলা আ’লীগের মদদের কারনে বিদ্রোহী প্রার্থীদের সামাল দিতে পারেনি জেলা নেতৃবৃন্দ। ফলে ২টি ইউনিয়নে জামায়াত(স্বতন্ত্র) ও ৩টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে। বাকিগুলোতে বিদ্রোহীদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বীতার সম্মূখীন হতে হন আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের। এরই মধ্যে মহেশপুরের ১নং এসবিকে ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে পরাজিত করা হয়েছে। এমনকি তার প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আরিফান হাসান চৌধুরী নুথানকে নির্বাচন শেষে ঝিনাইদহ-৩ আসনের এমপি নবী নেওয়াজ তার বাসভবনে ডেকে মিষ্টি মুখ ও ফুলের মালা দিয়ে বরণ করেন। একই কায়দায় বাঁশবাড়িয়া ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেককে ফুলের মালা দিয়ে বরন করে নেন এমপি নবী নেওয়াজ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানান, যেখানে দলের বিদ্রোহীদের কোন রকম ছাড় দেওয়া হবে না। সেখানে এমপি নবী নেওয়াজ দলীয় সিন্ধান্ত অমান্য করে এরকম ঘটনা ঘটানোর ফলে মহেশপুর আওয়ামী লীগের তৃনমুল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে এমপি নবী নেওয়াজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কেউ যদি আমার কাছে আসে তাকে তো ফেলে দিতে পারি না। তারা তো আমার দলীয় কর্মী ছিল। তাই তাদের প্রশ্রয় তো আমি দিতেই পারি। এখানে তো দোষের কিছু দেখছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *