দামুড়হুদা বেবী কেয়ার হোমস এর ব্যাপক সাফল্য॥
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা বেবী কেয়ার হোমস কিন্ডার গার্ডেন স্কুলের ব্যাপক সাফল্য অর্জন করেছে। এবাব এই স্কুল থেকে ২৩জন ছাত্র-ছাত্রী বৃত্তি পেয়েছে। এর মধ্যে তৃতীয় শ্রেনীর এক ছাত্রী সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে।
বেবী কেয়ার হোমস এর অধ্যক্ষা হাজী হাসিনা বানু জানান, বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন কতৃক আয়োজিত ২০১৫সালে এই কিন্ডার গার্ডেন স্কুল থেকে ৩০জন বিভিন্ন শ্রেনী থেকে বৃত্তি পরীক্ষা অংশ নেয়। এর মধ্যে ২৩জন ছাত্র-ছাত্রী এ’ গ্রেড সহ বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছে। এর মধ্যে তৃতীয় শ্রেনীর ছাত্রী ফারহানা আক্তার সোনালী সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে।
উল্লেখ্য ২০১৪ সালে একই ভাবে ১৮ জন ছাত্র-ছাত্রী বিভিন্ন গ্রেডে বৃত্তী পেয়ে ছিল। ঐ বছরে ও দ্বিতীয় ছাত্রী আসফিয়া ইসলাম লিনা সারা দেশের মধ্যে ২স্থান অধিকার করে। বেবী কেয়ার হোমস কিন্ডার গার্ডেন স্কুলের পরিচালক হাজী জালাল উদ্দীন ও অধ্যক্ষা হাজী হাসিনা বানু স্কুলের এই সাফল্য ধরে রাখতে সকলের সহয়োগিতা ও দোওয়া কামনা করেছেন।