টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৮ জন দালাল গ্রেপ্তার

Tangail-Mobail-cort-pic-24.03.16
সুমন ঘোষ, টাঙ্গাইল : টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালালচক্রের ১৮জনকে গ্রেপ্তার ও প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরু জানান, দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্র রোগীদের বিভিন্নভাবে হয়রানী করে আসছিল। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত র‌্যাবের সহায়তায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় রোগীদের হয়রানীর দায়ে ১৮জন দালালকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেফতারকৃতদের ১৮৭৯ সালের আইনের ৬ধারায় ধৃত দালাল/টাউট ব্যক্তিদের তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জনের নাম জানাগেছে। তারা হচ্ছেন, মো. সবুর উদ্দিন, হাসিনুর রহমান, হীরা মিয়া, আবু সাইদ, আমিনুর রহমান, ইকবাল, ফজল, নাসির, আব্দুল বাতেন, স্বপন, আব্দুস সালাম, আব্দুল্লাহ আল মামুন, রাসেল, আব্দুর মতিন ও বিউটি বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *