চিতলমারীতে নির্বাচনী সহিংসতায় আহত-২
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে নির্বাচনোত্তর সহিংসতায় দুইজন আহত হয়েছে। এ সময় উভয় পক্ষের লোকজন বসতঘরে হামলা করে ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। আহতদের চিতলমারী ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখেছে বলে দাবী করছে।
প্রত্যক্ষদর্শীর বিবরনে জানাগেছে, বৃহস্পতিবার বিকাল ৫টায় হিজলা ইউনিয়নের হিজলা হাটখোলা ১নং ওয়ার্ডের সাধারন সদস্য পদপ্রার্থী আপেল প্রতীকের মিল্লাদ শেখ গ্র“পের সমর্থকদের সাথে ফুটবল প্রতীকের ডালিম কাজীর সমর্থকদের সাথে অতর্কিত ভাবে হামলায় জড়িয়ে পড়ে। এ সময় হিজলা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক লিটন কাজী (৪০) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে চিতলমারী হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি দেখে ডাক্তার পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বুধবার বিকাল ৫টায় চিতলমারী সদর উপজেলা মোড় সদ্য নির্বাচিত শহীদ শেখ গ্র“পের এমদাদুল শেখ (৩০) এর উপর টুকু শেখ গ্র“পের লোকজন অতর্কিত ভাবে হামলা করে তাকে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পার্শ্ববর্তী লোকজন উদ্ধার করে প্রথমে চিতলমারী হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া চিংগড়ী, রহমতপুর, কলিগাতী, কালিগঞ্জ, চরবানিয়ারী নিকারীপাড়া, ডুমুরিয়া নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। ওই সকল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারন জনগণ উৎকন্ঠার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন।