বেনাপোর বিপুল পরিমান ভারতীয় ঔষধ আটক
বেনাপোল- :যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোষ্ট ক্যাম্পের সদস্যরা বুধবার সকালে বর্ডার কাস্টমস অফিসের সামনে পাকা রাস্তার উপর ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমানে ভারতীয় ঔষধ আটক করেছে।এ সময় বিজিবি উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগ গুলো ফেলে পালিয়ে যায়।
২৬ বিজিবি বেনাপোল চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল্লাহী ওয়াফি জানান,নিজস্ব গোয়েন্দা বিআইপি ল্যাঃ নায়েক মিজানুর রহমানের সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ওষধ এনে বর্ডার কাস্টমস অফিসের সামনে অপেক্ষা করছে।এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে নিজস্ব গোয়েন্দা বিআইপি ও সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ভারতীয় ইনজেকশন ইউনুপাম ৩২৫ পিচ ও ক্যাপসুল অমানটুরেল ৯০০ পিচ আটক করা হয়।আটক মালামালের যার মূল্য সাড়ে ৫ লক্ষ টাকা সিজার দেখিয়ে বেনাপোল কাষ্টমসে জমা দেওয়া হয়েছে।