শিক্ষার মানোন্নয়নে সাপাহারে ৭ম শ্রেণীর মেধা বৃত্তি ও সনদপত্র প্রদান

Photo Sapahar, 24,3,16 (britte)
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : শিক্ষার গুনগত মানোন্নয়নে নওগাঁর সাপাহার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও আশিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ৭ম শ্রেণীর মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান গত বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি ও জবই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাইনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ্ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনিরুজ্জামান ভূঞাঁ, সাপাহার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ৭ম শ্রেণীর মেধা বৃত্তি প্রদানের স্বপ্নদ্রোষ্টা অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আজিরদ্দীন মিয়া, সমিতির সাবেক সভাপতি, মোসাদ্দেক হোসেন মাস্টার, উপজেলা মাধ্যমিক একাডেমী সুপার ভাইজর নাজমা আকতার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাও: মোবারক হোসেন, আলহেলাল ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম প্রমুখ বক্তব্য প্রদান করেন । বক্তব্য শেষে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৯জন শিক্ষার্থীর মাঝে ৬০হাজার ৮শ’ টাকা ও একটি করে সনদপত্র বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *