সাপাহারে নি¤œমানের নির্মান সামগ্রী দিয়ে রাস্তা নির্মান করায় রাস্তার কাজ বন্ধ নির্মান সমগ্রী আটক
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে নি¤œমানের নির্মান সামগ্রী দিয়ে রাস্তা নির্মান করায় এক ঠিকাদারের রাস্তা নির্মান কাজ বন্ধ সহ বিপুল পরিমান নি¤œমানের নির্মান সমগ্রী আটক করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভুঞাঁ উপজেলার জবই গ্রাম হতে সীমান্তবর্তী পাতাড়ী পর্যন্ত নির্মানাধীন রাস্তার তিলনী গ্রামের ফাঁকা মাঠের মধ্যে লুকায়িত অবস্থায় ওই সামগ্রীগুলি উদ্ধার করেন।
জানা গেছে, আজগর আলী নামের ওই রাস্তার ঠিকাদার রাস্তা নির্মানে নি¤œমানের নির্মান সামগ্রী দিয়ে রাস্তা নির্মানের কাজ করছে এমন গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বিকেলে ওই রাস্তায় এক অভিযান পরিচালনা করে তিলনী গ্রামের একটি ফাঁকা মাঠে লুকায়িত অবস্থায় নি¤œমানের ৫০ড্রাম বিটুমিন উদ্ধার করে থানায় জমা দেন সে সাথে এর সঠিক ব্যাবস্থা না হওয়া পর্যন্ত ওই রাস্তার কাজ বন্ধ করে দেন। চতুর ঠিকাদার রাস্তার পর্শ্বে বাংলাদেশ পেট্রোলিয়াম করপরেশন এর সিল মোহর কৃত সঠিক বিটুমিনের খালি ড্রাম রেখে তার লুকায়িত স্থান হতে নি¤œমানের বিটুমিনগুলি এনে রাস্তার কাজ করছিল বলে নির্বাহী অফিসার জানান। উল্লেখ্য, ঠিকাদার আজগর আলী দেশের অন্যান্য রাস্তা নির্মানেও একই ধরনের কাজ করে আসছে বলে অনেকেই জানিয়েছেন।