দুই এসআইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

logo ain adalotঢাকা : পল্লবী থানার তৎকালীন দুই উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ও কামরুজ্জামন মিন্টুসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

জনি নামে এক যুবককে থানায় নিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগে ঢাকা মহানগর দায়রা জজের বিচারক কামরুল হোসেন মোল্লা রোববার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

দুই এসআই ছাড়াও পুলিশের সোর্স রাসেলের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলায় আইনি সহযোগিতা করেন এ্যাডভোকেট ফাহমিদা আক্তার শিরিন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি মিরপুর-১১ ইবানি ক্যাম্প পল্লবীর এক বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে জনি নামে ওই যুবককে পল্লবী থানায় নিয়ে নির্যাতন করে এসআই জাহিদসহ অন্যরা। পরের দিন সকাল ১০টায় জনি মৃত্যুবরণ করেন।

ওই ঘটনায় ২০১৪ সালের ৭ আগস্ট জনির ছোট ভাই ইমতিয়াজ হোসেন রকি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পল্লবী থানার অফিসার ইন চার্জ (ওসি) জিয়াউর রহমানসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন- তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদুর রহমান জাহিদ, এসআই আবদুল বাতেন, এসআই রাশেদ, এসআই শোভন কুমার শাহা, পুলিশ কনস্টেবল নজরুল, সোর্স সুমন ও রাসেল।

আদালত মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদুর রহমান জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অপর চার আসামি হলেন- এসআই রাশেদ, এসআই কামরুজ্জামান মিন্টু, পুলিশের সোর্স সুমন ও রাসেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *