ভারতে দীর্ঘদিন কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ॥

CHUADANGA-DARSANA-SUMANTA-BANGLADESI-PIC-21-03-16(1)
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে ৩ জন বাংলাদেশী কিশোরকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার দুপুর দেড়টায় সীমান্তের ৭৬নং মেইন পিলারের কাছে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশীদের ফেরত দেওয়া হয়। ফেরত আসা ব্যক্তিরা হলেন- আলীম (১৭), সানি হাওলাদার (১৩) ও শুভ হাসান (১২)।
চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবির পরিচালক লে.কর্ণেল আমির মজিদ জানান, ২০১৪ সালে ৮ই নভেম্বর দুপুর বরিশাল সদর উপজেলার নবা গ্রামের আব্দুল কুদ্দুস ব্যাপারীর ছেলে আলিম, দেলোয়ারের ছেলে সানি হাওলাদার ও মামুন হোসেনের ছেলে শুভ হাসান রাজশাহী জেলার খালপুর সীমান্ত দিয়ে ভারতের মুর্শিদাবাদ শেখ পাড়ায় অনুপ্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এদেরকে আটক করে বহরমপুর থানায় সোপর্দ করে । এরপর বহরমপুর থানা পুলিশ তাদেরকে সেফহোমে পাঠায়। সেখানে দীর্ঘ ১ বছর ৪ মাস ১২দিন সেফহোমে কাটানোর পর সোমবার দুপুরে দর্শনা আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির হাতে তুলে দেন। বিজিবি এসময় তাদেরকে দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে তুলে দেন। পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি কো¤পানী কমান্ডার রবিউল ইসলাম, ইমিগ্রেশন কর্মকর্তা মাহবুব হোসেন ও গেদে কো¤পানী কমান্ডার (এসি) তারা দত্ত ও ইমিগ্রেশন কর্মকর্তা বিযাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *