চুয়াডাঙ্গা বিজিবি চোরাচালান বিরোধী অভিযান॥ ২৯ লক্ষ টাকার ঔষধ আটক॥
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ২৯লক্ষ টাকার ভারতীয় ঔষধ আটক করেছে চুয়াডাঙ্গা বিজিবি। সোমবার দুপুরে দামুুড়হুদার ফকিরপাড়া গ্রামের একটি আমবাগানের ভিতর থেকে এই ঔষধ আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬বিজিবির পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান,সোমবার দুপুর ১টার দিকে
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার জাহিদ এর সার্বিক তত্বাবধানে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জেলার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া গ্রামের আমবাগানের ভিতর ৮১হাজার৫শ’টি ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট২হাজার৫শ’ ডোপামিন হাইড্রোক্লোরাইড ইনজেকশন ও৪হাজার ৬শ’টি মুসিনাক ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মুল্য আটাশ লক্ষ ছিষট্টি হাজার টাকা মাত্র।