গোপালপুরের নতুন বিদ্যুত সংযোগ পেলো ১৮৮পরিবার

PBS News Photo-02, Gopalpur-Tangailএ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) থেকে : টাঙ্গাইলের গোপালপুরের নতুন বিদ্যুত সংযোগ পেলো কাহেতা গ্রামের ১৮৮ পরিবার। উপজেলা চেয়াম্যান ইউনুছ ইসলাম তালুকদারের ব্যক্তিগত প্রচেষ্টায় প্রায় ১ কোটি টাকা ব্যায়ে লাইন সম্প্রসারণে ওই গ্রামটি বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে বলে জানালেন আনন্দিত এলাকাবাসি।
এ উপলক্ষে ১৮মার্চ শুক্রবার দুপুরে ঝাওয়াইল ইউনিয়নের কাহেতা উচ্চ বিদ্যালয় মাঠে ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-১, গোপালপুর জোনাল অফিসের আয়োজনে স্পট মিটারিং এর মাধ্যমে গ্রাম বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামের কৃতি সন্তান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার। বক্তব্য রাখেন ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-১, গোপালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম, এ জি এম (কম) মো. আলমগীর হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রায় ১ কোটি টাকা ব্যায়ে ৪ কি. মি. নতুন বিদ্যুত লাইন সম্প্রসারণের মাধ্যমে গ্রামে ১৭৩টি আবাসিক ও ১৫টি সেচ সংযোগ দেয়া হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *