অবৈধ ফুটপাত দখলদারদের বহুতল ভবন সুরক্ষা রেখেই পৌর কর্তৃপক্ষ বানাচ্ছে ড্রেন

Photo Motaeb
মোঃ মোতালেব হোসেন, নীলফামারী : উত্তরবঙ্গের গেটওয়ে সৈয়দপুর এটি একটি প্রথম শ্রেণীর পৌরসভা। সরকার পৌরসভার সোভা বর্ধন ও জনগনের নাগরিক সুবিধার্থে এমজিএসপির আওতায় রাস্তাঘাট ড্রেনের নির্মাণের জন্য কোটি কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন এবং ঠিকাদারেরা কাজ শুরু করে দিয়েছেন। কিন্তু শহরের যত্রতত্র পৌর নিয়ম কোর্ড ভেঙ্গে রাস্তার উপরে ফুটপাত দখল করে বিল্ডিং নির্মাণ করার ফলে রাস্তাগুলি প্রসস্ত হচ্ছে না। শহরের প্রান কেন্দ্র মদিনা মোড়স্থ শহীদ ডাঃ জিকরুল হক রোডে ড্রেন নির্মাণের কাজ চলছে। ঠিকাদারী প্রতিষ্ঠান এবং তদারকি করছেন পৌর কর্তৃপক্ষ অবৈধ বিল্ডিং সুরক্ষা রেখেই সুরঙ্গ করে সুকৌশলে এমজিএসপির ড্রেন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এব্যাপারে পৌর ইঞ্জিনিয়ার কামরুল ইসলামকে জিজ্ঞাস করলে তিনি সঠিক উত্তর দিতে পারেননি। ঠিকাদার মাহাবুব আলম সুরঙ্গ করে ড্রেন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। অভিযোগে জানা যায় অবৈধ দখলদারের সঙ্গে গোপনে আতাত করে মোটা অংকের টাকা লেনদেনের বিনিময়ে অবৈধ বিল্ডিং সুরক্ষা রেখে সুকৌশলে সুরঙ্গ করে ড্রেন নির্মাণের কাজ করছেন ঠিকাদার মাহাবুব আলম। তদারকি দায়িত্বে রয়েছেন পৌর ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম। অন্যদিকে শহরের রাস্তাঘাট প্রসস্থ্য না হওয়ার কারণে যানজট লেগেই থাকে, পৌর নগরবাসী রয়েছে চরম যানজটের মধ্যে। আরো দেখা যায় ঠিকাদারী প্রতিষ্ঠান মাহাবুব আলম তার কোটি টাকা কাজের সাইন বোর্ডটি দায় সারা ভাবে লটকিয়ে রেখেছেন পোষ্ট অফিসের সামনে একটি গাছের মধ্যে। এটি নিয়ে অনেক আওয়ামীলীগ নেতা, সাধারণ জনগন হাসাহাসি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *