লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম দিবস ও শিশু দিবস উদ্যাপন
কাজী আশরাফ,লোহাগড়া(নড়াইল) : নড়াইলের লোহাগড়ায় বৃহস্পতিবার ১৭ মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৭তম জন্ম দিবস ও শিশু দিবস-২০১৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ লোহাগড়া থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা শহরে বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি পরিষদ চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়ের মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কমিশনার (ভূমি) নাজনীন সুলতান, মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, আ’লীগ নেতা মুঞ্জুরুল করিম মুন, যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কাজী আশরাফ, প্রধান শিক্ষক শেখ হাসানুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, নিরাপদ সড়ক চাই জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ প্রমুখ। আলোচনা সভা শেষে শিশুদের বিভিন্ন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।