অবৈধ পথে ভারতে পাচার হওয়া ১২ বাংলাদেশি দেশে ফিরলো

12_bangladeshi_BG_166128347
বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের প্রলোভনে অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৯ কিশোর ও ৩ নারী-শিশুকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩টায় স্বদেশ প্রত্যাবর্তন আইনে বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হয়।
পরে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি তাদের গ্রহণ করে। ৪ বছর আগের তাদের পাচার করা হয়েছিল।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাঘমাসি গ্রামের বিভূধানের ছেলে রনি (১৬), বরিশালের গৌরনদী উপজেলার ঘুরিয়া গ্রামের সুবোধ সিকদারের ছেলে বিনয় সিকদার (১৫), আগৈলঝড়া উপজেলার হুসিয়ারমাত গ্রামের সুব্রত সরকারের ছেলে ইমন সরকার (১৬), কুইচারমার গ্রামের বাদল বরুয়ের ছেলে বাধন বরুই (১৫), যশোরের বেনাপোল বন্দর এলাকার ধুলাখার ছেলে আলামিন (১৫), যশোর সদরের আব্দুল মান্নানের ছেলে সুমন (১৪), শার্শা উপজেলার শিকারপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে সবুজ (১৪), বাঘারপাড়া উপজেলার কড়াইতলা গ্রামের আক্তারুজ্জামানের ছেলে মাজহারুল ইসলাম (১৫), নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার আজমারিবাদ গ্রামের নুরুল ইসলামের ছেলে ছাব্বির হোসেন (১৪), ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবালামারী গ্রামের রুপম ফকিরের মেয়ে শিল্পী আক্তর (২০), নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের আবু কাশেম মোল্লার স্ত্রী শিরিনা বেগম (৪৫) ও রাগু খানের মেয়ে রিয়া খান (০৫)।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর জেলা সমন্বয়কারী কর্মকর্তা এবিএম মুহিত হোসেন জানান, ফেরত আসা কিশোর ও নারী-শিশুদের পরিবার যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায়, তবে তাদের আইনি সহয়তা দেওয়া হবে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল্লাহীল ওয়াফী জানান, ফেরত আসা বাংলাদেশিদের এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *