লোহাগড়ায় বাল্য বিয়ের আয়োজন করায় ৩ জন শ্রীঘরে
কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি :নড়াইলের লোহাগড়ায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা, হবু বর ও পুরোহিতকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে নির্বাহী হাকিম ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজা এ দন্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার ইতনা ইউপির চরদৌলতপুর গ্রামের রবীন্দ্রনাথ সেনের মেয়ে ইতনা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী সুষ্মিতা সেনের সাথে নড়াইল সদরের আগদিয়া গ্রামের গৌর চন্দ্র রায়ের ছেলে শিব কুমারের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. সেলিম রেজা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ বিয়ে বন্ধ করেন। এ সময় তিনি কনের বাবা রবীন্দ্রনাথ সেন , হবু বর শিব কুমার রায় ও পুরোহিত গণেশ চক্রবর্তীকে সাত দিন করে কারাদন্ডাদেশ প্রদান করেন।