আদলতের নির্দেশে উচ্ছেদ অভিযান চাঁদপুর আশিকাটিতে মামলার ২১ বছর পর সম্পতি বুঝে পেলো বাদি পক্ষ

IMG_1922
এম এম কামাল : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের আশিকাটি গ্রামে মামলার ২১ বছর পর সম্পতি বুঝে পেলো মামলার বাদি পক্ষ। গতকাল দুপুর ১২টায় দেওয়ানী ডিগ্রীধারী ৭/২০১৪ মামলার বাদিপক্ষকে সম্পতি দখল দেয়। দীর্ঘ ২১ বছর পর সম্পতি বুঝে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনন্দ বিরাজ করছে। উচ্ছেদ অভিযানের সময় এলাকায় শত শত লোক এসে ভিড় করে।
ঘটনার বিবরনে জানাযায়, আশিকাটি গ্রামের ফজর আলী গাজীর ছেলে আঃ রশিদ গাজী গংদের বিরুদ্ধে একই এলাকার মৃত জাফর খানের ছেলে ছামছল খাঁন গং বাদী হয়ে তাদের বিরুদ্ধে অবৈধ ভাবে সম্পতি দখল করে রাখার অভিযোগ করে আদালতে উচ্ছেদ মামলা করে। মামলা নং দেওয়ানী ৭৫। ১৯৯৫।
মামলার এজহার সূত্রেজানাায়, মামলা দায়ের করার পর ২০০৩ সালের জানুয়ারি মাসের ২২ তারিখে মামলার প্রাথমিক ডিগ্রী পায়। ২০১৪ সালের মার্চ মাসের ১৪ তারিখে মামলার চুড়ান্ত ডিগ্রী আসে এবং একই মাসের ১৮ তারিখে মামলার ফাইনাল ডিগ্রী আসে ।
মামলার চুড়ান্ত রায়ের পর গতকাল চাঁদপুর সদর সহকারী জজ আদালতের রায় ডিগ্রী মূলে ছামছল গংদের সম্পতি বুঝিয়ে দেয় আদালত। সম্পতি বুঝেয়ে দেয়ার সময় উপস্থিত ছিলেন নাজির এস এম মাহবুব আলম, নায়েবে নাজির সানাউল্লাহ মিয়া, সিভিল কোট কমিশানার মিজানুর রহমান, ইব্রাহিম খলিল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *