পুলিশ জনগনের সেবক ,চৌরখুলী চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৩৫ প্রকল্পের অসহায় শিশুদের মাঝে জ.ঋ.খ সামগ্রী বিতরণ অনুষ্ঠান মাননীয় মোঃ লতিফ ভারপ্রাপ্ত কর্মকর্তা কোটালীপাড়া থানা, গোপালগজ্ঞ।
কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগজ্ঞ , কোটালীপাড়া উপজেলার চৌরখুলী গ্রামে (চৌরখুলী চার্চ অব বাংলাদেশ ) চৌরখুলী চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৩৫ বিগত ১৫/০২/২০১০ সাল থেকে এই প্রকল্পে মাধ্যমে দারিদ্র,লাঞ্চিত, এতিম, অবহেলিত,বিধবা ও প্রতিবন্ধীর সন্তান, অন্যান্য প্রান্তিক পরিবারের কোমলমতি শিশুদের উন্নয়নশীল জীবন যাপনের লক্ষে মানসম্মত শিক্ষা সেবা, শিশুদের মেধার বিকাশ ঘটিয়ে, শিশুদের পড়াশোনায় উৎসাহিত করে, তাদের শারীরিক ভাবে সুস্থ্য থেকে, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে সুন্দর জীবন যাপনের মাধ্যমে শিশু সামাজিক ভাবে পরিবার ও দেশের প্রতি শ্রদ্ধাবোধ বাড়িয়ে,অর্থনৈতিক,সামাজিক,শারীরিক ও দারিদ্রতা থেকে মুক্ত করে শিশুকে একজন আদর্শবান সুনাগরিক হিসাবে গড়ে তোলাই প্রকল্পের মুল উদ্দেশ্য। প্রতিষ্ঠানটি অভিভাবকদের সাথে প্রতিষ্ঠানের সুস্পর্ক উন্নয়ন গড়ে তোলার লক্ষে ২৪ ফেব্রুয়ারী-২০১৬ অভিভাবক ও শিশুেেদর নিয়ে একটি সমাবেশের আয়োজন করেন। সমাবেশে সভাপতির অসান গ্রহন করেন রেভা শশী বাড়ে প্রধান অতিথির আসন গ্রহন করেন মাননীয় মোঃ লতিফ ভারপ্রাপ্ত কর্মকর্তা কোটালীপাড়া থানা, গোপালগজ্ঞ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌরখুলী হলি ক্রস চার্চ সম্পাদক মিঃ এলিও বালা ও প্রজেক্ট কমিটি সদস্য সদস্যা বৃন্দ এবং এলাকার সুনামধন্য ব্যক্তি বর্গ। সভাপতি তার বক্তব্যে বলেন শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পরিবারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। প্রকল্প হচ্ছে শিশুদের সহায়ক মাত্র, প্রজেক্ট ষ্টাফরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তাদের পরিশ্রমের কারণে আজ শিশুদের আচার ব্যবহারে পরিবর্তন ঘটেছে, এবং প্রজেক্টের সহযোগিতার কারণে শিশুরা নিশ্চিত ভাবে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। প্রধান অতিথি কোটালীপাড়া থানার মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লতিফ তিনি শিশু অধিকার ও নিরাপত্তা আইন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ সময়যোগী বক্তব্য রাখেন। সমাবেশে উপস্থিত ব্যক্তিবর্গ মনোযোগে সহকারে মোঃ লতিফের বক্তব্য শোনেন। তিনি শিশু অধিকার আইন লংঘনকারীর অপরাধ ও শাস্তী সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করেন এবং স্থানীয় জনগনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তার প্রাণচঞল ও সময় উপযোগী বক্তব্যে সমাবেশে উপস্থিত ব্যাক্তি গন খুবই খুশি। তিনি বলেন পুলিশ জনগনের বন্ধু পুলিশ জনগনের সেবক, এলাকার জনগনের নিরাপত্তা দেবার দায়িত্ব পুলিশের, আপনাদের বসবাসে যদি কোন আইনী সহযোগীতা লাগে /প্রযোজন হয় তাহলে আমার কাছে যে কোন সময় জানাতে অথবা ফোন করতে পারেন। স্থানীয় জনগন তার সসতা , কাজের জন্য প্রসংশা ও গর্বিত। এর পর চৌরখুলী চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৩৫ প্রকল্পের ম্যানেজার জেমস্ প্রবীর সরকার, মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লতিফকে তার সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞা জানান।