ইটনায় সুরমা নদী জলমহালে সন্ত্রাসী হামলা, ষাঁট হাজার টাকার মাছ লুঠ সংখ্যালঘুদেরকে মারপিট আহত ২।
ইটনা(কিশোরগঞ্জ) থেকে হাওর অঞ্চল প্রতিনিধিঃ হাওর অঞ্চলের ইটনায় সুরমা নদীর জলমহালে সন্ত্রাসীদের হামলা আগ্নে অস্ত্র পিস্তল দেখিয়ে ষাঁট হাজার টাকার মাছ লুঠ। সংখ্যালঘুদেরকে মারপিট জয়দেব দাস (৫০) গোপাল দাস (৪০) এই নামের আহত ২ আশংকা জনক অবস্থায় একজনকে ইটনা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হইয়াছে। এ বিষয়ে আহত জয়দেব দাস ২জনকে আসামী করে ১২জনকে গং রেখে ইটনা থানায় একটি মামলা দায়ের করেছে। ‘জয়দেব দাসের মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায় যে, ইটনা থানার মৃগা ইউপির জগন্নাথপুর গ্রামে জয়দেব দাস ও গোপাল দাস তাহারা দুই সহোদর ধনপুর গ্রামের রঞ্জিত দাসের নিকট থেকে সুরমা নদী জলমহালটি চলিত মৌসুমে একসনা লীজ এনে কাটা বাঁশ দিয়ে জলমহালটি সংরক্ষণ করে আসিতেছে। গত ২৯শে ফেব্র“য়ারী বিকাল ৩.৩০মিনি সময়ে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘ লোকজন নদীতে জাল ফেলিয়া মাছ ধরতে থাকে। এই সময়ে মৃগা ইউপির পাটাবুকা গ্রামের বিল্লাল ও সহিদ মিয়া নামের একটি সন্ত্রাসী গ্র“পের লোকজন দা, লাঠি সোটা আগ্নে অস্ত্র পিস্তল লইয়া ঘটনার স্থলে আসিয়া মাছ চাহিলে মামলার বাদী আহত জয়দেব দাস তাদেরকে মাছ দিলে মাছ কম দেখিয়া সন্ত্রাসী গ্র“পের লোকজন অশালিন গাল মন্দ বলিলে জয়দেব তাহাদের কথার প্রতিবাদ করলে তাহারা ক্ষিপ্ত হয়ে নিরিহ সংখ্যালঘুদের উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাত করে জয়দেব দাসকে গুরুতর আহত করে ও তার ভাই গোপাল দাসকে মারপিট করে আগ্নে অস্ত্র পিস্তল দেখিয়ে জলমহালের ধৃত মাছ লুঠপাট করে নিয়ে যায়। পরে আহত জয়দেব দাসকে আশংকা জনক অবস্থায় ইটনা হাসপাতালে আনিয়া ভর্তি করে বলে প্রকাশ।