ভোলাহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Bholahat Photo  News-22-02-2016
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:যথাযোগ্য মর্যদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে রোববার দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিকসহ অন্যান্য কর্মকর্তা প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পর্যায়ক্রমে-পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ-বিএনপি ও তাদের সহযোগি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান-স্কুল-কলেজ, বিভিন্ন ক্লাবগুলি পুষ্প অর্পণে অংশগ্রহণ করে। দিনের কর্মসূচীর মধ্যে ছিলো সূর্যোদয়ের সাথে সাথে সকল স্বুল-কলেজ,মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী-আধাসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান গুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বাদ জোহর ভাষা শহীদগণের রুহের মাগফেরাত কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত, সুবিধেমত সময়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলি দিনটি উদ্যাপনে যথাযথ ব্যবস্থা নেয়া, সকাল ৯টা হতে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলার সকল স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, সকাল ১০টায় একই স্থানে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির উদ্দ্যেশ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন-ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, অফিসার ইনচার্জ মহসীন আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল হক, সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল হক, ইউসিসিএলিঃ চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আলীগ সহসভাপতি আব্দুল খালেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা আফসার হোসেন, মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ মনিরুল ইসলামসহ অন্যরা। আলোচনা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *