ঘোড়াঘাটে কৃষি ব্যাংকের সি.সি. লোনের ফাইল গায়েব

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ঘোড়াঘাট শাখা রাণীগঞ্জ হতে ১৩ নং সি.সি. পাটি ছালাম মন্ডলের বিশ একর জমির কাগজ পত্র সহ পুরা ফাইলটি লাপাত্তা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে অভিযোগ সুত্রে জানা যায়, আঃ ছালাম মন্ডল, পিতা- মৃত খোদা বক্স মন্ডল, গ্রাম- শ্রীচন্দ্রপুর, পোঃ কানাগাড়ী দীর্ঘ ১৯৯২/৯৩ সাল হতে অদ্যাবধি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ঘোড়াঘাট শাখা রাণীগঞ্জ হতে ১৩ নং সিসি পাটি হিসাবে লোন উত্তোলন করে সঠিকভাবে পরিচালনা করে আসছিল। হঠাৎ করে ২০১১/১২ সনের সি.সি লোনটি হালনাগাদ করতে চাইলে সে সময়ের ম্যানেজার উমর আলী মাঠকর্মী প্রীতিরঞ্জন বাবু যৌথভাবে জমির কাগজপত্র সহ পুরা ফাইলটি খুজে পাওয়া যাচ্ছে না বলে জানানোর পর থেকে এ পর্যন্ত লোনটি রিকভারী করা সম্ভব হয়নি। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করার পরও কোন কাজ হয় নাই। এ বিষয়ে তৎকালীন ম্যানেজার উমর আলী সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ব্যাংকে অনেক কাগজপত্র আছে, তার মধ্যে কোথাও আছে। আমরা যৌথভাবে কাগজপত্রগুলি খোঁজা খুজি করছি যাতে বিষয়টি সমাধান করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *