ইসলামপুরে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষিত রাধের আধাঁরে চলছে যমুনার বালি লুট!
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার ইসলামপুর নোয়ার পাড়াই ইউনিয়নের যমুনা নদীর কয়েকটি পয়েন্টে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাধের আধাঁরে বালি লুটপাট চলছে। জানা গেছে, যমুনা নদীর বামতীর ভাঙন হতে জামালপুর জেলার বাহাদুরাবাদ ঘাট হতে ফুটানী বাজার পর্যন্ত ও সরীষাবাড়ীর উপজেলার পিংনা বজার এলাকা এবং ইসলামপুর উপজেলার হরিণধরা হতে হাড়গিলা পর্যন্ত তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে। এ প্রকল্পের ইসলামপুর নোয়ার পাড়া ইউনিয়নের কয়েকটি পয়েন্টে স্থানীয় একটি বালু দস্যু চক্র সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে যমুনার জেগে উঠা চর থেকে বালি উত্তোলন করছে। এতে আগামী বর্ষা মৌসুমে হাড়গিলা-তারতা পাড়া বেড়িবাধঁ, উলিয়াবাজার হাইস্কুলসহ বিস্তির্ণ এলাকা ভাঙনের হুমকির মুখে পড়ছে। খোঁজ নিয়ে জানা গেছে , নবা ও নাবু নামে দুই বালি দস্যু রাতের আধাঁরে বালি উত্তোলনের সাথে জড়িত রয়েছে। এ ব্যাপারে স্থানীয় নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বাদল বালি দস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, যমুনা নদী থেকে বালি উত্তোলনের ফলে খালের সৃষ্টি হওয়ায় বিগত বন্যায় পানির তোড়ে হাড়গিলা-তারতা পাড়া বেড়িবাধঁটি ভেঙ্গে যায়। কয়েকদিন আগে এলাকাবাসী সেচ্ছা শ্রমের ভিত্তিতে বাঁধটি আবার সংস্কারের চেষ্ঠা করছে। কিন্তু বাঁেধর উজানে যমুনা নদী কেটে বালু উত্তোলন করলে আবারও আগামী বর্ষা মৌসুমে বাধঁটি ভাঙ্গনের হুমকি মুখে পড়বে। তাই তিনি এলাকাবাসীর পক্ষে যমুনা নদী থেকে বালি উত্তোলন বন্ধসহ বালি দস্যুদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।