পাবনার ফরিদপুরে প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে বন্ধ ॥ কাজীর জরিমানা

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে অতঃপর কাজীর ১হাজার টাকা জরিমানা। ঘটনাটি ঘটেছে ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে। জানাগেছে, গত রবিবার দুপুর ২টায় উপজেলার গোপালনগর গ্রামের বাকী বিল্লার মেয়ে কেয়া খাতুন(১৪) এর সঙ্গে রাউৎনাগধাপাড়া গ্রামের নুহু প্রাং এর পুত্র নাহিদ হোসেনের(১৬) বিয়ের দিনক্ষণ নির্ধারণ ছিল।সে মোতাবেক দুপুরে বিয়ের কাবিন সম্পন্ন করার জন্য বরপক্ষের লোকজন মেয়ের বাড়ীতে হাজির হন। এদিকে বিয়ের অয়োজনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফায়েল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন। এছাড়া কাজী আব্দুল গফুরকে ১হাজার টাকা জরিমানা করেন। এ সময়ে নির্বাহী কর্মকর্তার সঙ্গে এএসআই আশরাফুল ইসলাম সহ স্থানীয় জণপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *