মোল্লাহাটে দুর্নীতিবাজ তহশীলদারের বিরুদ্ধে ক্ষতি গ্রস্থের উকিল নোটিশ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে একটি মামলার তদন্তে প্রভাবিত হয়ে মিথ্যা প্রতিবেদন দেয়ায় দুর্নীতিবাজ এক তহশীলদারের বিরুদ্ধে উকিল নোটিশ করেছেন ক্ষতিগ্রস্থ বাদী পক্ষ। মোল্লাহাট থানা সংলগ্ন এক খন্ড মূল্যবান জমি জবর দখল চেষ্টাকারীদের কবল থেকে রক্ষার জন্য মালিক পক্ষের দায়ের করা মামলা নং মিস ৩৬/১৪ (মোল্লাহাট) এর তদন্তে মিথ্যা প্রতিবেদন দেয়ায় ওই উকিল নোটিশ করা হয়। উকিল নোটিশ ও ক্ষতিগ্রস্থ বাদী সৈয়দ রইসুল ইসলাম গং সুত্রে প্রকাশ-মামলায় উল্লেখিত জমি স্থানীয় কতিপয় ভূমিদস্যু জবর দখল চেষ্টা করায় তাদের বিরুদ্ধে বাগেরহাট অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করা হয়। ওই মামলার তদন্তকর্তা চুনখোলা ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার প্রভাবিত হয়ে বিবাদীদের পক্ষে প্রতিবেদন দাখিল করেন। ওই ঘটনায় ক্ষতিগ্রস্থ পক্ষে এ্যাডঃ বালী নাছের ইকবাল ওই কর্মকর্তার বরাবরে গত ০৪/০১/১৬ ইং লিগ্যাল নোটিশ প্রদান করেন। ওই ঘটনায় তদন্তকর্তা মোঃ হারুন মোল্লা বলেন-অনেকদিন পূর্বে ওই প্রতিবেদন দেয়া হয়েছে, তার বিস্তারিত মনে নেই, তবে অফিস ফাইল দেখে বলতে পারবেন, তাছাড়া উকিল নোটিশ করার কোন আইন/নিয়ম নেই, জজ যদি অন্যায় ভাবে ফাঁসি দেয় তার বদলে তাকে তো ফাঁসি দেয়া যায়না।