সান্তাহারে বিদ্যুতের আগুনে মুদি দোকান পুড়ে ছাই
আদমদীঘি প্রতিনিধি : সোমবার দিবাগত রাতে বগুড়ার সান্তাহার পৌরসভার বশিপুর সরদারপাড়া মহল্লায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ফরহাদ স্টোর নামের একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে, ওই মহল্লার বাসিন্দা মনছুর সরদার প্রতিদিনের মত রাত ১০টার দিকে তার বাড়ি লাগোয়া দোকান বন্ধ করে শয়ন ঘড়ে ঘুমিয়ে পড়ে। রাত একটার দিকে তিনি আগুনের অস্থিত্ব টের পান। এর পর পাড়া-প্রতিবেশীদের ডেকে তুলে আগুন নেভানো শুরু করে। খবর পেয়ে শহর পাশের নওগাঁ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল এসে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষনে দোকানে থাকা ফ্রিজ, টিভি, মোবাইলের কয়েক শত কার্ড, ভোজ্য ও জ্বালানি তেল, চাল-ডাল সহ প্রায় ৬ ছয় লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মনছুর সরদার ও ফায়ার সার্ভিসের লোকজন জানিয়েছেন।