চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন হত্যা প্রচেষ্টার অভিযোগে হাতেনাতে এক যুবক আটক
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে হত্যা প্রচেষ্টার অভিযোগে চুয়াডাঙ্গা শহরের তার বাড়ির কাছ থেকে ধারালো চাপাতিসহ এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। আটক যুবক চুয়াডাঙ্গা জিনতলাপাড়ার মেহেরুল ইসলামের ছেলে মিশন ইসলাম (২০)। ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ঘটনার পর উপস্থিত সাংবাদিকদের জানান, তিনি ঘটনার সময় বাড়ি থেকে পাশে ক্লাবে যাচ্ছিলেন। ওই সময়, হঠাৎ ৪জন অজ্ঞাত যুবক (কাঁধে ব্যাগ ঝুলানো) দেখতে হুইপ ছেলুনের সঙ্গে থাকা কয়েকজন ব্যাক্তি তাদের পরিচয় জানতে চেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার সঙ্গে থাকা লোকজন তাদের তাড়া করে। এর মধ্যে মিশন ইসলামকে তারা আটক করে। সে মুহুর্তে মিশনের কোমরে একটি ধারালো চাপাতি পাওয়া যায়। আটক যুবক মিশন সাংবাদিকদের জানায়, চুয়াডাঙ্গার মুরগী বাজারে (বড়বাজার) থাকা জনৈক ‘ন’ মিয়ার নির্দেশে টাকার বিনিময়ে তারা অস্ত্র গুলো একজনের বাড়ি রাখতে যাচ্ছিল। আটক যুবক মিশনকে চুয়াডাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়েছে। অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি আটক যুবক মিশনকে একটি ধারালো চাপাতিসহ ঘটনাস্থল থেকে আটক করে তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠিয়েছেন। চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দিলে তা নেওয়া হবে বলে তিনি জানান।