লোহাগড়ায় পৌর নির্বাচন নিয়ে আধিপত্য বিস্তর আওয়ামী লীগ দলীয় দুই সম্ভব্য মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের এক মাস পর আহত আ’লীগ নেতার মৃত্যু এলাকায় উত্তেজনা, পুলিশ মোতায়েন
কাজী আশরাফ,লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় পৌর নির্বাচনে আধিপত্য বিস্তর নিয়ে সংঘর্ষের একমাস পর আহত আওয়ামী লীগ নেতা বাচ্চু মোল্লার (৫০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ভোরে রাতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ২৯ নভেম্বর সকালে উপজেলার জয়পুর গ্রামের আওয়ামী লীগ দলীয় সম্ভাব্য দুই মেয়র প্রার্থী সৈয়দ মশিয়ূর রহমান ও নাজমুল করিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নাজমুল পক্ষের বাচ্চু মোল্লাসহ উভয় পক্ষের ছয়জন আহত হন। নিহত বাচ্চু মোল্লা অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং জয়পুর ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। তিনি জয়পুর গ্রামের আজিজ মোল্লার ছেলে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত বাচ্চু মোল্লার ভাই আকিদুল ইসলাম জানান, সংঘর্ষের সময় তাঁকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাঁর দুটি পা ভেঙে যায় এবং মাথায় ও শরীরে বিভিন্ন অংশে জখম ছিল। প্রায় এক মাস ধরে তিনি ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। সংঘর্ষের পর উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছিলেন। তখন নাজমুলের সমর্থক এবং নিহত বাচ্চু মোল্লার ভাই মুন্নু মোল্লা বাদী হয়ে সম্ভাব্য মেয়র প্রাথী সৈয়দ মশিয়ূর রহমান ও জয়পুর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মনিরুজ্জামানসহ ৩৫জনকে আসামি করে মামলা করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, ‘সংঘর্ষের এ মামলাটি হত্যা মামলায় রূপান্তর করতে আদালতে আবেদন দেওয়া হবে।’