কাহালু পৌর নির্বাচনে ৯ টি মধ্যে ৫ টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
কাহালু(বগুড়া)প্রতিনিধি : কাহালু পৌরসভা নির্বাচনে মোট ৯ টি ভোট কেন্দ্রের মধ্যে পাঁচটিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে। কেন্দ্র গুলো হলো-সারাই ব্র্যাক অফিস কেন্দ্র বুথ সংখ্যা ৩ টি ভোটার ৭৫৫।কাহালু বিয়াম স্কুল বুথ সংখ্যা ৪ টি ভোটর ১২৯৪।কাহালু ফাজিল মাদরাসা বুথ সংখ্যা ৩ টি ভোটার ১০৬৯। কাহালু টিএন বালিকা বিদ্যালয় বুথ ৪ টি ভোটার ১২০০। কাহালু ডিগ্রী মহাবিদ্যালয় বুথ সংখ্যা ৩ টি ভোটার ৯৭৯। কাহালু মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বুথ সংখ্যা ৪ টি ভোটার ১৩০৩।অস্থায়ী কেন্দ্র পুটুর চাতাল বুথ সংখ্যা ৩ টি ভোটার ১০০১।মাহমুদা আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয় বুথ সংখ্যা ৩ টি ভোটার ১০৮০। ও অস্থায় কেন্দ্র বিলুপ্ত উলট্ট এবতেদায়ী মাদরাসা বুথ সংখ্যা ৪ টি ভোটার ১১৫৩ জন। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে গুলো হচ্ছে উলট্ট বিলুপ্তএবতেদায়ী মাদ্রসা অস্থায়ী ভোট কেন্দ্র, জয়সারা পুটুর চাতাল অস্থায়ী ভোটকেন্দ্র, কাহালু টিএন বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র, কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও কাহালু ডিগ্রী কলেজ ভোটকেন্দ্র।