নওগাঁয় পৌর নির্বাচনে সুজনের উদ্দ্যেগে মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে প্রতিন্দন্দ্বি প্রার্থীরা

Naogaon Sujoner mukhomukhi 26.12.15
গোলাপ খন্দকার সাপাহার নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পৌর নির্বাচনে সুজনের উদ্দ্যেগে প্রতিন্দন্দ্বি প্রার্থী মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে এলাকার উন্নয়নে এক হয়ে কাজ করার অঙ্গিকার করলেন। গতকাল শনিবার বিকেলে নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে নওগাঁ পৌরসভা নির্বাচনে প্রতিন্দন্দ্বি ২ মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থীরা একই মঞ্চে দাঁড়িয়ে একে অপরের হাত ধরে জয়- পরাজয় হোক মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। মেয়র প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল ওহাব ও ইসলামী আন্দোলনের ডা: মো: শহীদুল ইসলাম। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীরাও এতে উপস্থিত ছিলেন। সুজন নওগাঁ জেলা কমিটির সভাপতি কিউ, এম, সাঈদ টিটোর সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার এসময় স¦াগত বক্তব্য রাখেন সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল। অন্যদের মধ্যে সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন, সহ- সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বিকশিত নারী নেটওয়ার্কের নেত্রী রওশন জাহান, দি-হাঙ্গার প্রজেক্টের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী জাকারুল ইসলাম, নওগাঁ জেলা সমন্বয়কারী আছির উদ্দিন, নওগাঁ জেলা দুদকের সাবেক সাধারণ সম্পাদক আতিক রহমানসহ প্রমুখ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রার্থীরা এলাকার উন্নয়নে তাদের করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন, সুজনের ১৩ দফা অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন এবং উপস্থিত ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উপস্থিত ভোটারদের কালো টাকার মালিক, দূর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, মিথ্যাচারী, যুদ্ধাপরাধী, নারী নির্যাতনকারী, ভূমি দখলদার, ধর্ম ব্যবসায়ী, ঋণ-বিল খেলাপী, সাজাপ্রাপ্ত আসামী, চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীদের ভোট দেবেন না বলে শপথ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *