চিতলমারীতে ছিনতাইকারীর কবলে গৃহবধূ
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী সদরে ঋতু সাহা নামে এক গৃহবধূ ছিনতাইকারীর কবলে পড়েছে। এ সময় ছিনতাইকারীর হামলায় ঋতু সাহা (৩৫) আহত হয়েছে। প্রাথমিক ভাবে তাকে চিকিৎসা প্রদান করা হয়।
জানাগেছে, বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে লতা ষ্টোরের মালিক বৈদ্যনাথ সাহার স্ত্রী ঋতু সাহা (৩৫) মেয়ের খাবার নিয়ে চিতলমারী সদরে শেখ হেলাল উদ্দীন একাডেমীতে রওনা হয়ে বাজারের মধ্যে লিটন সুজ এর পার্শ্বে চাপা গলি দিয়ে ঢুকলে ৪/৫ জনের একদল ছিনতাইকারী তার চলার গতিরোধ করে হাতে থাকা খাবারের ব্যাগ টানা হেচড়া শুরু করে। এ সময় সে ডাকচিৎকার করলে এলোপাথারী কিল-ঘুষি মারায় সে রক্তাক্ত ফাটা জখম হয়। এ ঘটনায় ঋতু সাহার সাথে আলাপ হলে তিনি জানান, প্রায় ৪৫ মিনিটেরমত ছিনতাইকারীরা তাকে প্রকাশ্যে মারপিট করে তার ব্যাগ টানা হেচড়া করে নিয়ে যাওয়ার সময় তিনি ডাকচিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন ছিনতাইকারীদের ভয়ে তাকে সহযোগিতা করতে আসে নাই। প্রকাশ্যে বীরদর্পে ওই ছিনতাইকারীরা বাজারের মধ্যে হেটে চলে গেছে। চিতলমারী বাজারের ব্যবসায়ীদের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, বিষয়টি অতি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।