লোহাগড়ায় আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার প্রদান
কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৩৭ হিজরী উদযাপন উপলক্ষে উপজেলার আমাদা আদর্শ কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক মিশনের উদ্যোগে বুধবার (২৩ ডিসেম্বর) বক্তৃতা, ইসলামিক গান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লোহাগড়া উপজেলা কমান্ডার ফকির মফিজুল হক। কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক মিশন নড়াইলের প্রধান কর্মকর্তা হেলালউজ্জামান, হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মুন্সী মোজাম্মেল হক, অফিস সহকারী মোমতাজ উদ্দীন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলী আহম্মেদ খান, গাজী শাহিদুর রহমান ইদ্রিস, সহকারী শিক্ষক আসাদুজ্জামান মন্ডল, কলেজ প্রভাষক রূপক মুখার্জি, আশরাফুল ইসলাম, ফরহাদ খান, সমীর কুমার বিশ্বাস, মনিরুল ইসলাম, শোয়েব শেখ, গোলাম কিবরিয়া, ফেরদৌসী খানম, আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোর্ত্তজা খান, হাবিবার রহমান খান, আমাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা বেগম, প্রমুখ। বিকেলে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার প্রদান করেন অনুষ্ঠানের অতিথিরা।