আজ সান্তাহারে আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম আঞ্চলিক বিশ্ব ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজ আদায়ের পর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের তিন দিনের এই ইজতেমা শুরু হয়েছে। ঢাকার কাকরাইল মসজিদের ব্যবস্থাপনায় নওগাঁ জেলা উদ্যোগে সান্তাহার ঢাকা রোড নামক স্থানের সামনে বিশাল ময়দানে আঞ্চলিক বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমা প্রাঙ্গনে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ২০০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছেন। আজ বৃহস্পতিবার থেকে ইজতেমা শুরু হলেও বুধবারই মুসল্লিরা বিভিন্ন যানবাহনে ইজতেমা প্রাঙ্গনে আসতে শুরু করেছেন। বিদেশি মুসল্লি¬রা আজ ইজতেমায় অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে। জানা গেছে, টঙ্গীর বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে এই আঞ্চলিক বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। নওগাঁ জেলার ১১টি উপজেলা, জয়পুরহাট ও বগুড়া জেলা, সহ দেশের বিভিন্ন উপজেলার লাখো ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ গ্রহণ করবে। তবে এ বছর সৌদি আরব, ফিলিপাইন, মরক্কো, লেবানন, জর্ডানসহ ৮-১০টি দেশের মুসল্লি অংশগ ্রহণ করবে। ইজতেমায় তিন দিন ব্যাপী আল্ল¬াহর ইবাদত বন্দেগি ও নবী রাসুলের তরিকাসহ ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে দেশ ও বিদেশের ওলামায়ে কেরামরা, কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করবেন। ইজতেমা আয়োজক কমিটির সদস্য মতিউর রহমান জানান, মুসল্লিদের জন্য ইজতেমা প্রাঙ্গনের পশ্বিম পার্শ্বে ২০০টি ল্যাট্রিন, ৫টি পানির পাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া রাস্তার পশ্চিম পাশ্বে মুসলি¬দের জন্য বাজার বসানো হয়েছে। আগামী শনিবার বেলা ১১ টায় মুসলিম উম্মাহ, দেশ-জাতির শান্তি উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে। বুধবার সকালে নওগাঁ জেলা প্রশাসক ও পুলিশ সুপার ইজতেমা মাঠ প্রঙ্গন পরিদর্শন করে মুসল্লি¬দের নিরাপত্তায় বিশ্ব ইজতেমা প্রাঙ্গনে পুলিশ মোতায়েন করেছে।