টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এসএসসি পরীক্ষার্থীসহ পাঁচ জনকে কুপিয়ে জখম

antorpic
সুমন ঘোষ, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দক্ষিণ চামুরিয়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এসএসসি পরীক্ষার্থী অন্তর হোসেনসহ (১৬) পাঁচ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত মহেলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী অন্তর হোসেন ও তাঁর চাচা আফাজ উদ্দিন (৪০), মা আছমা বেগম (৪৫), ভাবী সাজেদা বেগম (৩৫), রেখা বেগম (৩০) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী আনোয়ার হোসেন জানান, প্রতিবেশী আব্দুল মালেক (৪০),নুরুল ইসলাম (৩৫) সাথে দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে আমাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের সাথে এর আগে একাধিকবার ঝগড়ার সৃষ্টিও হয়। শনিবার (১৯ ডিসেম্বর) আমাদের বাড়ির পাশে আমাদের ভোগদখলকৃত ৬ শতাংশ জমির উপর নাড়া শুকাতে গেলে কাকতালীয়ভাবে আব্দুল মালেক গংরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার চাচাত ভাই অন্তরের উপরে হামলা করে। এসময় আব্দুল মালেকের হাতা থাকা দা দিয়ে অন্তরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। অন্তরকে বাঁচাতে আসা আমার চাচা, চাচী, দুই ভাবীকেও ওরা কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আব্দুল মালেকের মামাতো ভাই স্কুল শিক্ষক মিজানুর রহমান ওই জমি তাদের দাবী করে বলেন, তাদের ওই জমিতে নাড়া শুকাতে নিষেধ করাতে তাঁরা আমাদের উপর ক্ষেপে গিয়ে আমাদের ফুলকপি খেত নষ্ট করে ফেলে এতে উভয়পক্ষের মধ্যে মারপিট সৃষ্টি হলে আমার ভাই মালেকসহ উভয়পক্ষের লোকজন আহত হয়। মামলার তদন্ত কর্মকর্তা ইসকান্দার হাবিব জানান, দোষীদের গ্রেপ্তার করে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *