জবর দখল হয়ে গেছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা গাইবান্ধা সদর উপজেলার পারবর্তীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। রাস্তার হাল নেই চির অচেনা।

aa
মনিরুজ্জামান খান গাইবান্ধা : গাইবান্ধার সদর উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের হাসপাতাল বালুয়াহাট সংলঘœ পারবর্তীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে রাস্তটির উপরে শাক সবজির মাচা গাছ-গাছালি ও গর্ত করে রাস্তাটির অস্তিত্ব খুজে পাওয়া এখন দুরহ বেপার হয়ে দাড়িয়েছে। জবর দখল করে নিয়ে আছে কিছু সুবিধাভোগি মানুষেরা। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়। ১৯৭২ সালের পর যাতায়াতের ব্যবস্থা ভালই চলছিল এই রাস্থা দিয়ে তবে বাজার রাস্তা হওয়াতে মানুষের সেই চিরচেনা রাস্তাটি এখন মানুষের অচেনায় পরিনিত হয়েছে। আস্তে আস্তে তা কিছু জবর দখল কারি সুবিধা ভোগীদের কাছে চলে গেছে। রাস্তা থাকলেও তা এখন খুজে পাওয়া সময়ের অপেক্ষা ছাড়া কিছুই নয়। বিভিন্ন ভাবে রাস্তাটি অকেজো হয়ে গেছে ও সেই সাথে বিভিন্ন ভাবে দখল হয়ে গেছে। রাস্তাটি প্রায় ১৫০০ গজ পরিত্যাক্ত অবস্থায় পরে আছে নাকাইহাট রোড সংযোগ শ্যামপুর রা¯াটি তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সভাপতি বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও কতৃপক্ষের কোন মাথা ব্যাথা নেই। অথচো কোমলমতি শিশুরা যদি রাস্তাটির সুবিধা পেত তাহলে বাজার লোকজনের সাথে সাইকেল রিক্সা দূঘটনার কবলে পরতো না অন্যদিকে মানুষ জনের যাতায়াত ব্যবস্থা সুবিধা হবে তাই জরুরি ভাবে রাস্থাটি পুর্নউদ্ধার সহ যাতায়াতের ব্যবস্থা করতে উপর মহলের হস্তক্ষেপ কামনা করছে সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *