নাগরপুরে ইউএনও’র বিরুদ্ধে মিছিল
নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি : সমন্বয় হীনতার অভিযোগ এনে টাঙ্গাইলের নাগরপুরে ইউএনও’র বিরুদ্ধে মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ। শনিবার দুপুরে মিছিলটি বের হয়ে উপজেলা শহরেরর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক মোঃ কুদরত আলীর বাসভবনের সামনে সমাবেত হয়।দলীয় সূত্রে জানা য়ায, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগের সাথে সমন্বয় না করায় সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী ক্ষুব্ধ হয়ে মঞ্চে ওঠে উপজেলা নির্বাহী অফিসারের হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেন এবং তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। এরই জের ধরে শনিবার ইউএনও’র বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, মোঃ আলী, মোঃ জুয়েল, বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক কালা চাঁদ পোদ্দারসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।