গোপালপুর ও ভূঞাপুরে আওয়ামী লীগের ৩বিদ্রোহী প্রার্থী বহিস্কার
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মেয়র পদে প্রার্থী হওয়ায় টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের ৩ বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ। বহিষ্কৃতরা হচ্ছেন, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং গোপালপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি বেলায়েত হোসেন, ভূঞাপুর উপজেলা আওয়ামীগের যুগ্ম আহবায়ক মো. আজহারুল ইসলাম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম চঞ্চল। আওয়ামী লীগের সাংগঠনিক পরিচয়সহ দলীয় সকল পরিচয় প্রদান থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম স্মাক্ষরিত চিঠিতে একটি চিঠি ইস্যু করেছেন। তাতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের প্রধান শেখ হাসিনার মনোনিত প্রার্থীর বিরুদ্ধে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহন করায় দল থেকে বহিস্কার করা হলো। এদিকে সদ্য আওয়ামী লীগ থেকে বহিস্কার হওয়া বিদ্রোহী প্রার্থী আজহারুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে ভূঞাপুর পৌর সভায় মনোনয়ন দেয়া হয়েছে। আমাকে আওয়ামী লীগের বড় একটি অংশ সমর্থন যুগিয়ে যাচ্ছেন। এছাড়াও সাধারণ ভোটারগণ তাদের পৌরসভার উন্নয়নে আমাকে চায়। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। তারিকুল ইসলাম বলেন, আমি গত কয়েক বছর ধরে নির্বাচনের লক্ষে পৌরবাসীর খেদমত করে আসছি। তাদের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম। তাদের চাওয়ার প্রতিফলনেই আমি নির্বাচনে অংশগ্রহন করছি। সাধারণ মানুষের ভোটে জয় আমারই হবে।