বদলগাছী মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করা হয়েছে বলে ভারপ্রাপ্ত কমান্ডার দীনেশ সিংহের ভাষ্যে জানা গেছে। উপজেলা নির্বাহী অফিসার হুসাইন শওকত ৪৪১ জন মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদানের ১৫ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেন। প্রেক্ষিতে উপজেলা ৮ ইউনিয়নের দূর-দূরান্ত থেকে সুস্থ ও অসুস্থ মুক্তিযোদ্ধারা বদলগাছীতে এসে উপজেলা সমাজসেবা অফিস থেকে ইউএনওর স্বাক্ষরযুক্ত চেক গ্রহন করেন। চেকপ্রাপ্তির পর মুক্তিযোদ্ধারা সোনালী ব্যাংক শাখা ম্যানেজারের সংগে যোগাযোগ করেন। ম্যানেজার ফজলে রাব্বী মুক্তিযোদ্ধাদের জানান, অগ্রনী ব্যাংক নওগাঁ শাখা সোনালী ব্যাংক নওগাঁ শাখায় টাকা না লাগানোর কারনে টাকা দেওয়া সম্ভব নয়। মুক্তিযোদ্ধারা বৈকাল আনুমানিক ৪টায় উপজেলা শহীদমিনার পাদদেশে সমবেত হয়ে ভারপ্রাপ্ত কমান্ডার দীনেশ সিংহের সভাপতিত্বে এক আলোচনা সভা করেন। মুক্তিযোদ্ধাদের অবহেলা, অসম্মান ও হয়রানী করার জন্য সভায় সর্ব সম্মতিক্রমে উপজেলা প্রশাসন এর আয়োজনে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১ ঘটিকায় প্রস্তাবিত মুক্তিযোদ্ধা ষ্টেডিয়াম মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত গ্রহন পূর্বক তা ঘোষণা করেন। সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত ও ঘোষনা উপজেলা নির্বাহী অফিসার জানার পর শদীদমিনার পাদদেশে মুক্তিযোদ্ধাদের মাঝে উপস্থিত হয়ে সোনালী ব্যাংক কর্তৃক টাকা না দেওয়ার ব্যাখ্যা প্রদানসহ সংবর্ধনা অনুষ্ঠান বর্জন সিদ্ধান্ত পূন:বিবেচনার জন্য মুক্তিযোদ্ধাদের আহবান জানান। মুক্তিযোদ্ধারা তাদের সিদ্ধান্তে অটল থেকে ১৬ ডিসেম্বর সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেন। উপজেলা নির্বাহী অফিসার হুসাইন শওকত জানান মুক্তিযোদ্ধাদের টাকা পাওয়ার জন্য তিনি আন্তরিক চেষ্টা করেছেন। কিন্তু অগ্রনী ব্যাংক নওগাঁ শাখা সোনালী ব্যাংক নওগাঁ শাখায় ক্যাশ করতে না পারায় মুক্তিযোদ্ধাদের টাকা সোনালী ব্যাংক বদলগাছী শাখায় দিতে পারে নাই।