চুয়াডাঙ্গার দর্শনায় বালি বোঝায় চলন্ত পাওয়ার ট্রিলারের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জনতা ব্যাংকের সামনে বালি বোঝায় চলন্ত পাওয়ার ট্রিলারের চাকায় পিষ্ট হয়ে দর্শনা মেমনগর বিডি হাই স্কুলের নবম শ্রেনীর ছাত্র সোয়াসী পাল (১৬) নিহত হয়েছে। ঘটনাটি ঘটে আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে। প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে দামুড়হুদা মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক শামীমা জানান, ঘটনার সময় নওগা জেলার আতাইকুলা গ্রামের ও দর্শনা পৌর এলাকার আজমপুরের বাসিন্দা প্রত কিশোর পালের ছেলে সোয়াসী পাল বাইসাইকেলে চেপে বাড়ি ফিরছিলো। দর্শনা পুরাতনবাজারের জনতা ব্যাংকের সামনে যানজোটের সৃষ্টি হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক কুষ্টিয়া জেলার পোড়াদহ বড় আইলচারার গোলাম মোস্তফার ছেলে আবু সাঈদ (৩৫) বাইসাইকেল আরোহী সোয়াসী পালকে লাথি মারলে সে নিয়ন্ত্রন হারিয়ে চলন্ত বালি বোঝায় পাওয়ার ট্রিলারের নিচে পড়ে যায়। সে সময় পাওয়ার ট্রিলারের চাকায় তার মাথা পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত লোকজন মোটরসাইকেল চালক আবু সাঈদকে গণ পিটুনি দেয়। খবর পেয়ে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উপ-পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ তাকে উদ্ধার করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ এবং লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দামুড়হুদা মডেল থানায় মামলা হয়নি।