প্রতিবন্ধীদের জীবন দক্ষতায় সক্ষমতা অর্জনে আমাদের সহায়ক পরিবেশ তৈরি করতে হবে : সাজ্জাদুল কবীর
সামছুর রহমান, খুলনা : ‘সমাজে গ্রহণযোগ্যতার সহিত অটিজম আক্রান্তদের সামঞ্জস্যতা দানে আমাদের অঙ্গীকার করতে হবে। নীলাকাশের উদারতায় অটিজমবান্ধব সমাজ প্রতিষ্ঠা বহুল গুরুত্বপূর্ণ। দেশে অবকাঠামোগত উন্নয়ন, পরিবহন সেক্টরসহ প্রয়োজনীয় উন্নয়ন কর্মযজ্ঞে অটিজম আক্রান্তদের জন্য সুযোগ প্রদানের বিষয়টি প্রাধান্য দেওয়া উচিত। আসুন আমরা স্ব স্ব অবস্থায় থেকে অটিজম বিষয়ে সচেতনতা তৈরীর প্রয়াস চালাই এবং অটিজম আক্রান্তদের জীবন দক্ষতায় সক্ষমতা অর্জনে সহায়ক পরিবেশ তৈরি করি।’বৃহষ্পতিবার প্রতিবন্ধী সচেতনতা দিবস উপলক্ষে খুলনা মহানগরীর রায়পাড়াস্থ প্রতিবন্ধী সেবা সংস্থা(প্রসেস) কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতিসংঘ ভলেন্টিয়ার্স এর রোষ্টার(নং৫৩৪৫০৯) মেম্বার ও একুশেরআলো২৪.কম এর সম্পাদক সাজ্জাদুল কবীর উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, জাতিসংঘে অটিজম বিষয়ে দুটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়েছে যা বাংলাদেশ উত্থাপন করেছিল। প্রতিবন্ধী শিশুদের সুবিধার্থে মোবাইল ফোনের মাধ্যমে থেরাপি সার্ভিসের ব্যবস্থা করা হবে যাতে অভিভাবকরা অটিষ্টিক শিশুদের বিভিন্ন সেন্টারে নিয়ে গিয়ে মোবাইল ফোনের মাধ্যমে থেরাপি সেবা পেতে পারেন। অনলাইনে ই-কাউন্সেলিং কার্যক্রমও শুরু করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহষ্পতিবার সকালে এক আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী এ ঘোষনা দেয়ায় প্রধানমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ জানিয়ে সাজ্জাদুল কবীর বলেন, প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে সরকারের এ পদক্ষেপে নতুন দ্বার উন্মোচিত হবে। বৃহষ্পতিবার বেলা ৩ টায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার সাধারন সম্পাদক ও প্রধান নির্বাহী মাধব দেবনাথ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অপরাধ তথ্যচিত্রের সাংবাদিক সামছুর রহমান ও একুশেরআলো২৪.কম এর সাংবাদিক শেখ আজিজুর রহমান। সভায় প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।