ভারতে কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৩বাংলাদেশীকে ফেরত দিলো বিএসএফ
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : সীমান্ত পাড়ি দিয়ে কাজের সন্ধানে ভারতে গিয়েছিল বাংলাদেশী তিন শ্রমিক। এরপর ভারতীয় পুলিশের হাতে ধরা পড়ে ঠাঁই হয় কারাগারে। র্দীর্ঘ ২ বছর ৪ মাস কারাভোগের পর বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফিরেছে তারা।
বিজিবি সুত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে কাজের সন্ধানে ভারতে গিয়েছিল সুনামগঞ্জ জেলার সদর উপজেলার ফেনিবিল গ্রামের হানিফ মিয়ার ছেলে তোফাজ্জেল হোসেন (৩০), জানু মিয়ার ছেলে সাদেক মিয়া (২৮) ও আবুল কাশেমের ছেলে শুকুর মিয়া (৩১)। মালদা রেলস্টেশন থেকে ভারতীয় পুলিশ এদের আটক করে আদালতে সোপর্দ করে। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ বছর ৪ মাস কারাদন্ড দেয় আদালত। ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কেন্দ্রীয় কারাগারে কারাভোগ শেষে বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় পতাকা বৈঠকের মাধ্যমে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে এদের ফেরত দিয়েছে বিএসএফ। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার নজরুল ইসলাম, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই মাহবুব, দামুড়হুদার থানার এস আই রাসেল, বিএসএফ’র গেঁদে কোম্পানী কমান্ডার এসি সঞ্জীব কুমার, ইমিগ্রেশন ইনচার্জ ডিকে চ্যাটার্জি, বহরমপুর পুলিশ লাইন্সের এএসআই মোঃ জালাল উদ্দিন। দর্শনা সীমান্তে ফেরত প্রক্রিয়া শেষে এদের দামুড়হুদা থানায় নিয়েছে পুলিশ। এখান থেকে তাদের পরিবারের কাছে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। # #