কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দালাল চক্রের দখলে ॥ রোগীদের ভোগান্তি
কিশোরগঞ্জ থেকে হাকীম মুহা. ফজলুর রহমান : বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা কিশোরগঞ্জ জেলা সদরে অবস্থিত ১৩ উপজেলা থেকে আগত শত সহস্র চিকিৎসা প্রত্যাশীদের একমাত্র আশ্রয় স্থল কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি এখন দালালদের দখলে। ভোক্তভোগীদের এ নিয়ে অভিযোগের অন্ত নেই। সকাল না হতেই শহরের বিভিন্ন স্থান ও শহরতলী হতে কিছু সংখ্যক চিহ্নিত দালালের আগমন ঘটে। আর তারা রোগীদের সহায়তার নামে বিভিন্ন প্রক্রিয়ায় আর্থিক সুবিধা গ্রহনসহ প্রতারণার আশ্রয় নিয়ে থাকে। এ ব্যাপারে ভোক্তভোগীরা জানেন না যে কোন ডায়াগনস্টিক সেন্টারে কত টাকা ফি পরীক্ষা করা হল। হাসপাতাল কর্তৃপক্ষের নাকের ডগায় দালালদের উপদ্রব নিয়ন্ত্রন করতে হাসপাতালের কর্মচারীদের মধ্যে কেউ কেউ ব্যক্তিগতভাবে চেষ্টা চালালেও কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়ে উঠেনি বলে হাসপাতাল সূত্রে জানা যায়।