দর্শনায় হরিজন সম্প্রায়ের মানুষদের সেলুনে চুল কাটা এবং হোটেলে খাওয়াকে কেন্দ্র করে তুলকালাম কান্ড দোকানপাট বন্ধ ভ্রাম্যমান আদালত উত্তেজিত একজনকে ১০ হাজার টাকা জরিমানা
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার দর্শনায় হরিজন সম্প্রায়ের মানুষদের সেলুনে চুল কাটা এবং হোটেলে খাওয়াকে কেন্দ্র করে তুলকালাম কান্ড ভ্রাম্যমান আদালত উত্তেজিত একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। হরিজন সম্প্রদায়ের সমঅধিকার প্রতিষ্ঠা করতে আজ দুপুর পৌনে সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলা নিবার্হী অফিসার ফরিদুর রহমান দর্শনার তিন জন হরিজন সম্প্রদায়ের ছেলেকে দর্শনা পুলোকের সেলুনে ও শ্রী বিদ্যৎ এর সেলুনে চুল কাটাতে যায়। এদর মধ্যে পুলকের সেলুনে দুইজন রতন (২২) সুমন (১৫) এবং শ্রী বিদ্যৎ এর সেলুনে মুন্নার (২১) চুল কাটানো হয়। এ ঘটনা দর্শনা রেল বাজারের কেউ মেনে নিতে না পেরে উত্তেজিত হয়ে পড়ে এবং এর প্রতিবাদ করে। এ সময় দামুড়হুদা উপজেলা নিবার্হী অফিসার ফরিদুর রহমানের সাথেরেল বাজার দোকানদারদের সাথে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। এরপর ভাম্যমান আদালত বসিয়ে দর্শরা রেল বাজারের দোকানদার আজারুল ইসলাম ৪ে০) কে ১০ হাজার টাকা জরিমানা করেন। এর ফলে সকল প্রকার দোকানদারা উত্তেজিত হয়ে বাজারে সকল ২ঘন্ট দোকান পাট বন্ধ করে দেয়। এসময় দর্শনা রেল বাজোরে ক্রেতা শূন্য হয়ে পড়ে। এ সময় উপজেলা নিবার্হী অফিসার ফরিদুর রহমান পুলিশসহ চলে যায়। এ ব্যাপারে নিবার্হী অফিসার ফরিদুর রহমান জানান, চুল কাটা এবং হোটেলে খাওয়ার প্রতিবাদ করায় আজারুল ইসলাম ৪ে০) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দর্শনা রেল বাজার কমিটির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা ও স্বর্ণের দোকানদার মিলন জানায়, দামুড়হুদা উপজেলা নিবার্হী অফিসার ফরিদুর রহমান দর্শনার তিন জন হরিজন সম্প্রদায়ের ছেলেকে বাজারে চুল কাটতে এলে সকল দোকান ব্যবসায়ী উত্তেজিত হয়ে দোকান পাট বন্ধ করে দিয়েছে। তবে দর্শনা রেল বাজার কমিটির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা প্রতিনিধি কে বলেন আমি কিছুই জানিনে। এ দিকে হরিজন সম্পদায়ের সাধারণ সম্পাদক দিলীপ কমুার জানায় আমরা এলাকা পরিস্কার পরিছন্ন রাখি। আমরা কেন হোটেলে বসে খেতে পারবো না। আমরা কি মানুষ না। সেলুনে বসে চুল কাটাতে পারবো না। আমরা যতদিন সকল মানুষের সাথে হোটেলে বসে খেতে ও সেলুনে বসে চুল কাটাতে না পারবো ততদিন আন্দোলন চালিয়ে যাবো। আমরা যখন না বলে বাইরের হোটেলে খায় এবং চুল কাটি তখনতো কিচ’ই হয় না। আর বলে গেলেই যত দোষ। উল্লেখ্য গত ১৫ নভেম্বর চুয়াডাঙ্গায় বাংলাদেশ মানবধিকার কমিশনের সভাপতি ডাঃ মিজানুর রহমান হরিজন সম্পদায়ের সমঅধিকার প্রতিষ্ঠা করতে এসে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের অনুরোধ করে যান। তার আলোকে আজ মঙ্গলবার দামুড়হুদা উপজেলা নিবার্হী অফিসার ফরিদুর রহমান দর্শনা হরিজনদের তিন জনকে চুল কাটানে নিয়ে এসে এ বিপত্তি ঘটে।