চুয়াডাঙ্গা পৌরসভায় ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল;জীবননগর-দর্শনা ও আলমডাঙ্গা পৌরসভায় কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : পৌর নির্বাচনে ঘোষিত তফশীল অনুযায়ী চুয়াডাঙ্গা জেলায় ২দিন ব্যাপী যাচায়ের কাজ রবিবার ছিল শেষ দিন।শনিবার প্রথম দিনে চুয়াডাঙ্গা,আলমডাঙ্গা, দর্শনা পৌরসভার মেয়র ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর এবং জীবননগর পৌরসভায় সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের যাচাই কাজ শেষ হয়েছে।শেষ দিনে পৃথক ভাবে সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে,আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে যাচাই শুরু হয়ে দুপুরের পর শেষ হয়। জীবননগর পৌরসভায় মেয়র ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের যাচাই শেষ হওয়ার পর এ উপজেলার নির্বাহী অফিসার নুরুল হাফিজ সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন।অপরদিকে চুয়াডাঙ্গা পৌরসভায় সাধারণ ওয়ার্ডের ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়। হলফনামায় ত্রুটি থাকায় তাদের মনোনয়নপত্র গুলো বাতিল করা হয়েছে বলে জেলা রিটার্নিং অফিসার আঞ্জুমান আরা জানান। আলমডাঙ্গা ও দর্শনা পৌরসভার সকল মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার সামিউল আলম ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান বলেন সকল প্রার্থীর মনোনয়নপত্র সঠিক থাকায় সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভায় মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা ২১ ও সাধারণ পুরুষ ৫৮জন কাউন্সিলর, আলমডাঙ্গা পৌরসভায় মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা ১১ জন ও ৪১ জন সাধারণ পুরুষ, দর্শনা পৌরসভায় মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা ১১জন ও সাধারণ পুরুষ ৩৫ জন এবং জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সরক্ষিত মহিলা ৯ জন ও সাধারণ পুরুষ ৩২ জন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দীতা করবেন।