ডুমুরিয়ায় চোরাকারবারী’র সাথে পুলিশের চ্যালেঞ্জিং অভিযান # ঘটনায় আহত ১৩ পুলিশ, এক চোরাচালানী নিহত এবং উদ্ধার হয়েছে কোটি টাকার ভারতীয় শাড়ি
মোঃ নজরুল ইসলাম, জেলা ব্যুরো প্রধান খুলনাঃ ডুমুরিয়ায় চোরাচালানী ও জেলা আর্মড পুলিশের মধ্যে এক চ্যালেঞ্জিং অভিযান সংগঠিত হয়েছে। এতে কোটি টাকা মূল্যের ভর্তি ভারতীয় শাড়ি, দুইটি ক্যাভার্ড-ভ্যান ও দুই চোরাচালানীকে আটক করেছে। এ ঘটনায় আমর্ড পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ ১২জন আহত ও গুলিবিদ্ধ এক চোরাকারবারী নিহত হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা দারের প্রস্তুতি ও উদ্ধারকৃত শাড়ীর গনণা কাজ চলছিল।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শক্তিশালী একটি চোরাচালানীর দল দুইটি বড় ক্যাভার্ড-ভ্যান যার নং যথাক্রমে ঢাকা মেট্রো ট-১৬-৬৯০৫ ও ঢাকা মেট্রো ড-১১-১৬৫১ ভিতর ভারতীয় মূল্যবান শাড়ি ভর্তি করে সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র এতেশাম সঙ্গীয় র্ফোস নিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকা থেকে তাদের পিছু নিয়ে ধাওয়া শুরু করেন। এক পর্যায়ে পুলিশের মাইক্রোবাসটি যার নং ঢাকা মেট্রো চ-১৩-৮০২৭ অতিক্রম করে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ও ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের গোবিন্দকাঠি মোড়ে এসে সড়ক আটকিয়ে রেখে অবস্থান নেয়। কিন্তু চোরাচালানীরা চ্যালেঞ্জ করে পুলিশের গাড়ীতে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশের পাল্টা এ্যাকশান নিয়ে দুই চোরাকারবারীসহ গাড়ী দুইটি জব্দ করে এবং অজ্ঞাত এক যুবকের (২৭) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান জানান, জেলা আমর্ড পুলিশের উর্দ্ধতন অফিসারসহ ১৩/১৪ র্ফোস চোরা-কারবারীদের হামলায় আহত হয়ে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার ও দুইটি ক্যাভার্ড-ভ্যান ভর্তি প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। আর এ ঘটনায় জড়িত সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ দিঘি গ্রামের জালাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (২৭) ও মৃত নৃরুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (২০) নামের দুই জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ একরামুল হাবিব, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান (বিপিএিম) সহকারী পুলিশ সুপার এস এম শফিউল্ল্যাহ ও জেলা ডিবি অফিসার ওসি ত ম রকুনুজ্জামান পরিদর্শন করেছেন। তিনি আরও জানান নিহতের লাশ মর্গে প্রেরন করা হয়েছে এবং আটক দুজনের জিজ্ঞাসাবাদ চলছে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত থানা অভ্যন্তরে উদ্ধারকৃত শাড়ি গনণা ও থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছিল।