ভূঞাপুরে ভেড়া খামারীদের প্রশিক্ষণ ও দানাদার খাদ্য বিতরণ

Bhuanpur News Photo.
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) থেকে : দেশী ভেড়ার চাষকে জনপ্রিয় করতে বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউটের অধীন সমাজভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশী ভেড়া উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পে (কম্পোনেন্ট এ গবেষণা ২য় পর্যায়) টাঙ্গাইলের ভূঞাপুরে ১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নির্বাচিত ভেড়া খামারীদের প্রশিক্ষণ কর্মশালা ও দানাদার খাদ্য বিতরণ করা হয়। উপজেলা প্রাণি সম্পদ অফিসের প্রশিক্ষণ রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কুমার নাগ। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো. এনায়েত করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. গৌর চন্দ্র সাহা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ সানিয়া আক্তার ও ডাঃ মামুন। প্রশিক্ষণ কর্মশালা শেষে ৩০জন ভেড়া খামারীর মধ্যে ৫কেজি করে দানাদার খাদ্য ও নগদ ২০০ টাকা করে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *