আত্রাইয়ে বিকাশ এজেন্টকে মারপিট করে প্রায় সোয়ালাখ টাকা ছিনতাই
আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে ছিনতাইকারীরা একজন বিকাশ ব্যবসায়ীকে এলোপাতাড়ি মারপিট করে প্রায় সোয়া লাখ টাকা ছিনতাই করে নিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার জগনাথপুর গ্রামের রাস্তায়। এ ঘটনায় আত্রাই থানা পুলিশ ৩ ব্যক্তিকে আটক করেছে। জানা যায়, ওই গ্রামের লোকমান হোসেনের পুত্র উপজেলার নওদুলী বাজারের বিকাশ এজেন্ট ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী সম্রাট হোসেন (২৫) প্রতিদিনের ন্যায় বুধবার সন্ধ্যায় তার দোকান থেকে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পৈসাঁওতা ও জগনাথপুরের মাঝামাঝি পৌঁছলে ছিনতাইকারীরা তার পথ রোধ করে বেদম প্রহার করে তাকে গুরুতর আহত করে। এ সময় তারা সম্্রাটের নিকট থেকে নগদ ১লাখ ২০ হাজার টাকা এবং ২টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে সম্রাটকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ এ ঘটনায় তিন জনকে আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার হিঙ্গুলকান্দি গ্রামের ইব্রাহীম খলিলের পুত্র নাছির উদ্দীন ওরফে ইলেক্ট্রন (৩৪), দমদত্তবাড়িয়া গ্রামের মেহেরের পুত্র মোজাম্মেল হক (৫০) ও একই গ্রামের আব্দুল মজিদের পুত্র সেকেন্দার আলী (৩৩)। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ওই এলাকায় একটি সঙ্গবদ্ধ চক্র দীর্ঘদিন থেকে ছিনতাই ও চাঁদাবাজীর সাথে সম্পৃক্ত হয়ে আছে। এমনকি তারা বোরোসেচের ডিপ ও শ্যালো মেশিন থেকে পর্যন্ত চাঁদা উত্তোলন করে কৃষকদের জিম্মি করে রেখেছে। এ ব্যাপারে একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। আত্রাই থানার ওসি (তদন্ত) শামসুল আলম বলেন, এলকার পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে।