ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত এলাকা পরিদর্শন
বেনাপোল : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ নাথ সিং বুধবার (১ এপ্রিল) দুপুরে যশোরের বেনাপোল পুটখালি সীমান্তের ওপারে বনগাঁ থানার আংরাইল বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশ-ভারত সীমান্তের ইছামতি নদীতে স্পীডবোটযোগে ঘুরে দেখেন।
২৩ বিজিবি পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার শফি উদ্দিন হাওলাদার জানান, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার সকাল ১১টার সময় আংরাইল বিএসএফ ক্যাম্পে এসে তাদের সাথে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে মিটিং করেন।
পরবর্তীতে তিনি বাংলাদেশ-ভারত সীমান্তের মাঝে ইছামতি নদীতে বিএসএফের স্পীডবোট নিয়ে প্রায় ১০ মিনিট ঘুরে দেখেন। পরে তিনি দুপুর সাড়ে ১২টায় কোলকাতার উদ্দেশ্যে রওনা হন।