সাপাহারে “স”মিল পট্রিতে অগ্নীকান্ডে লক্ষাধীক টাকার মালামাল ভষ্মিভূত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে “স”মিল পট্্িরতে সৃষ্ট অগ্নিকান্ডে একটি “স”মিল আসবাব পত্র মিল চত্ত্বরে রক্ষিত কাঠ সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে। গত শুক্রবার রাত ২টার দিকে ওই এলাকায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। জানা গেছে গত শুক্রবার ছুটির দিন থাকায় মিল এলাকার সকল মানুষ বৃহস্পতিবারে বাড়ীতে যাওয়ায় পুরো মিলপট্্ির মানুষ শূন্য হয়ে যায়। এ সুযুগে কে বা কারা রাতের অন্ধকারে জৈনক মুকবুল হোসেন এর মিল ঘরে আগুন ধরে দেয়। মহুর্তে আগুনের লেলিহান শিখা মিল এলাকার সব কিছু পুড়ে ছাই করে দেয়। সাথে সাথে অগ্নীকান্ডের সংবাদ পতœীতলা ফায়ার সার্ভিসকে জানালে রাস্তার দুরত্ব অনেক হওয়ায় ভোর সাড়ে তিনটার দিকে মিল পট্রিতে ফায়ার সার্ভিস এসে অগ্নীকান্ড নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে সৃষ্ট আগুনে মিলের ২৪হর্স পাওয়ার একটি মেশিন, ঘরে রক্ষিত আসবাবপত্র, মিল ঘরে থাকা একটি ট্রলী একটি ভ্যানগাড়ী ও মিলের সামনে থাকা প্রচুর পরিমান কাঠ পুড়ে ভষ্মিভূত হয়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয় বরে মিল মালিক মুকবুল হোসেন জানান। মিলমালিক মুকবুল উপজেলার বাহাপুর গ্রামের মৃত বেসর উদ্দীন এর পুত্র সে দীর্ঘ দিন ধরে “স”মিল এর ব্যাবসা করে আসছিল বলে জানা গেছে। উল্লেখ্য ২বছর পূর্বে ওই মিল পট্রিতে দুলাল হোসেন চৌধুরীর একটি মিল ও ১বছর পূর্বে বুলু মেম্বারের একটি “স”মিল একই ভাবে পুড়ে যায় বলে এলাকাবাসী জানান। মিল এলাকার সৃষ্ট আগুন পার্শ্বের বাড়ী ঘরে লেগে লোকালয়ের বড় ধরনের ক্ষতি হতে পারে তাই এলাকাবাসী অচিরেই ওই মিল পট্রিতে একজন নাইট গার্ড নিাযুক্ত করার জন্য মিল মালিক সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *