কাহালু যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার ১৮ লক্ষ ৭১ হাজার টাকা নিয়ে উধাও
কাহালু(বগুড়া)সংবাদদাতা : কাহালু উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার মোস্তাকীন মীরান অফিসের ১৮ লক্ষ ৭১ হাজার ৫৭৬ টাকা আতœসাৎ করে গত ১৫ মার্চ থেকে উধাও হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন অফিসারের স্বারক নং যুউঅ/কাহা/বগ/প্রশাসন-২৩/৯৮-তারিখ-১৯/০৩/২০১৫ উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া,বরাবর যুব উন্নয়ন অফিসার একটি অভিযোগ করেন। উক্ত অভিযোগ সুত্রে জানা যায় গত ১১/০৩/২০১৫ তারিখে উপজেলা ঋণ অনুমোদন ও পর্যালোচনা কমিটির সভায় প্রস্তাবিত ২১ জন যুব ঋণ আবেদন কারীর বিপরীতে ৬ লক্ষ ৭৫ হাজার টাকা অপ্রতিষ্ঠানিক ঋণ অনুমোদিত হয়। গত ১২/০৩/২০১৫ তারিখে উক্ত টাকা বিতরণের নিমিত্তে অফিসের ক্যাশিয়ার মোস্তাকীম মীরারকে চলতি হিসাবে উক্ত পরিমাণ টাকা স্থানান্তরের জন্য বলা হলে তিনি আজ না কাল বলে কালক্ষেপন করতে থাকেন। পরবর্তীতে গত ১৫/০৩/২০১৫ তারিখ থেকে বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত থাকেন। ১৮/০৩/২০১৫ তারিখে যুব ঋণ বিতরণের জন্য টাকা স্থানান্তরের নিমিত্তে কোন হিসাবে কত টাকা স্থিতি জানার জন্য ব্যাংকে উপস্থিত হইয়া জানিতে পারিলাম যে ফেব্র“য়ারী/১৫ মাসে ব্যাংক স্থিতি বিবরণীতে সকল হিসাবের সমন্বয়ে ২১ লক্ষ ২৪ হাজার ৬৪৬ টাকা জমা থাকার কথা কিন্তু প্রকৃত পক্ষে সকল হিসাবের সমন্বয়ে ব্যাংকে জমা আছে ২ লক্ষ ৫৩ হাজার ৭০ টাকা। অবশিষ্ট ১৮ লক্ষ ৭১ হাজার ৫৭৬ টাকা ক্যাশিয়ার কর্তৃক আতœসাৎ বলে প্রাথমিক ভাবে প্রতীয়মান হয়।বিষয়টি নিয়ে উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোরশেদ এর সাথে সরা-সরি কথা বলা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এদিকে এই ঘটনার সাথে অফিসের একাধিক কর্মকর্তা জড়িত আছে বলে মন্তব্য করেছেন একাটি নির্ভরযোগ্য সূত্র।