এমপি লিটনের জামিনের মেয়াদ বৃদ্ধি

মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : সুন্দরগঞ্জ উপজেলার গোপাল চরণ গ্রামের সাজু মিয়ার পুত্র চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদত হোসেন সৌরভকে হত্যা চেষ্টা মামলায় অন্তর্বর্তী জামিনে থাকা গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের জামিনের মেয়াদ বৃদ্ধি করেছেন আদালত। গত মঙ্গলবার গাইবান্ধা আমলি আদালতের বিচারক মনিরুজ্জামান শিকদার এমপি লিটনের জামিনের মেয়াদ আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির আদেশ দেন। গত ৮ নভেম্বর থেকে জামিনে রয়েছেন এমপি লিটন। এমপির আইনজীবী সিরাজুল ইসলাম বাবু জানান, সংসদ অধিবেশন শেষে এমপি লিটন গতকাল মঙ্গলবার আদালতে স্ব-শরীরে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন জানান। বিচারক স্থায়ী জামিন না মঞ্জুর করে মামলার পরবর্তী তারিখ ৮ ডিসেম্বর পর্যন্ত অর্ন্তবর্তী জামিনের সময় বৃদ্ধির আদেশ দেন। গত ২ অক্টোবর ভোরে এমপি লিটনের পিস্তুলের গুলিতে গোপাল চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভ আহত হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ দিন চিকিৎসা শেষে গত ২৬ অক্টোবর বাড়ি ফিরে সৌরভ। গত ৩ অক্টোবর সৌরভের পিতা এমপি লিটনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। এরপর ১৪ অক্টোবর রাতে ঢাকার উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ এমপি লিটনকে গ্রেফতার করে। পরদিন গাইবান্ধা ডিবি কার্যালয়ে নেয়া হয় তাকে। ওই দিন দুপুরে গাইবান্ধা আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৮ নভেম্বর আদালত সংসদ অধিবেশন চলার সময় ২৩ নভেম্বর পর্যন্ত লিটনের অর্ন্তবর্তী জামিন দেয়। এ জামিনের মেয়াদ ৮ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির আদেশ দেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *